প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের অনলাইন এক্টিভিস্টদের সাক্ষাৎ

81

দেশকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ মুক্ত রাখতে তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যাবহারের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষকে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ডিজিটাল বাংলাদেশের তরুণ প্রজন্মকে রাজপথের পাশাপাশি অনলাইনেও সক্রিয় হতে হবে। গত পনের জানুয়ারি জঙ্গিবাদ এবং গুজব বিরোধী প্রচারণায় সহায়তা করায় এবং একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচারণায় ভূমিকা রাখায় এমইএস কলেজ ছাত্রলীগের সহ সভাপতি এবং অনলাইন এক্টিভিস্ট ইবরাহিম খলিল নিপুর নেতৃত্বে একটি দল প্রধানমন্ত্রীর আমন্ত্রনে গনভবনে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাসের দেশ হবেনা, বাংলাদেশ হবে সম্প্রীতির দেশ। এই দেশের সরল মানুষকে বিভ্রান্ত করতে দেশবিরোধী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যাবহার করার চেষ্টা করছে। এটা রুখে দিতে হবে।
এ সময় আমন্ত্রিত দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদনান তিশান, অনিরুদ্ধ দাস কল্প, মোহাম্মদ ফয়সাল, সুমাইয়া আহমেদ মুন, শাখাওয়াত হোসেন যুমান এবং রবিউল ইসলাম রবি। বিজ্ঞপ্তি