প্রধানমন্ত্রীর শিক্ষার অগ্রগতি সুফল বহন করছে শিক্ষার্থীরা

13

 

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন আলোকিত মানুষ হতে হলে পড়াশোনার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার অগ্রগতি সাধনে যে কাজ করে যাচ্ছেন তার সুফল বহন করছে আজকের শিক্ষার্থীরা। আ.লীগ ক্ষমতায় আসার পর বিনামূল্যে বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই, উপবৃত্তি, বিনামূল্যে শিক্ষা উপকরণ, বিনা বেতনে অধ্যয়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। তাই শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত হয়ে আগামীদিনে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
গত ১৭ জুন সকালে বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরমা কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, চেয়ারম্যান খোরশেদ আলম টিপু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম সৈয়দ হোসেন, আলোচনায় অংশ নেন- মুক্তিযোদ্ধা মঞ্জুর আলম, সহকারী প্রধান শিক্ষক সাজেদা সুলতানা, নাসির উদ্দিন, যুবলীগ নেতা যথাক্রমে সেলিম উদ্দিন, আহসানুল আলম হিরু, আ’লীগ নেতা হারুনুর রশিদ, অভিভাবক সদস্য আলাউদ্দিন, শিক্ষক যথাক্রমে মাসুমা এনায়েত, টিটন দাশ, সানজিদা ইসলাম, অপু কুমার দে, উত্তম বড়–য়া, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।