প্রধানমন্ত্রীর ভিশন প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে : ডিসি

8

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ এর আওতায় চট্টগ্রামকে স্মার্ট জেলা হিসেবে বিনির্মাণের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি), চট্টগ্রামের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে ‘স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ বাস্তবায়ন’ সংক্রান্ত এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন চবি’র সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক সুবীর হালদার, হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক কিরীটী দত্ত, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিরুপম মল্লিক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা থোয়াইনু মং মার্মা, চট্টগ্রাম চেম্বারের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ শাহেদ আলী টিটু, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, চসিক নির্বাহী প্রকৌশলী মো. কফিল উদ্দিন, মো. রেজাউল বারী ভূইয়া, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান, সিডিএ’র সিস্টেম এনালিস্ট মো. মোস্তফা জামাল, সুকুমার দাশ, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেদা আক্তার, জেলা এনজিও সমন্বয়ক ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সিকদার, ব্রাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী পরিচালক উৎপল বড়ুয়া, মিডডে ড্রিমস এর সফটওয়্যার ডেভেলপার সাইফুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবরারুল ইসলাম প্রমুখ।
এতে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ভিশনকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। খবর বিজ্ঞপ্তির