প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশ এগিয়ে যাচ্ছে : ফজলে করিম

31

রাউজান প্রতিনিধি

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এতে বর্তমান সরকার দেশে যে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তা দেশের ইতিহাসে নজির। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগও দেশের অগ্রযাত্রায় আরো ব্যাপক ভূমিকা রাখছে। আর এসবের যথাযত বাস্তবায়নে রাউজান উপজেলা অনেক এগিয়ে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে সকলে আরো সচেতন হওয়ার আহব্বান জানান।
তিনি গত ১৬ জুন রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে উপজেলা হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাউজানে সর্বপ্রথম স্কুল ফিডিং, করোনাকালে নগরীর স্বাস্থ্যসেবকদের প্রতিদিন খাবার, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট, পরিবেশ রক্ষায় ১০ লক্ষ চারা রোপনসহ নানা উদ্যোগ রাউজানে প্রথম।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার অতীশ দর্শী চাকমার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ ও রাউজান থানার ওসি আবদুল্লা আল হারুন। উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী, আনোয়ারুল ইসলাম, জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা, মাস্টার মোহাম্মদ ইলিয়াস, আবুল হোসেন বাবু প্রমুখ।