প্রধানমন্ত্রীকে প্রথম শুভেচ্ছা জানালেন শেখ রেহানা

68

শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ রেহানা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শেখ হাসিনা স্টেজ থেকে নেমে এলেই ছোট বোন শেখ রেহানা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে আলিঙ্গন করেন।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপরই সবাই তাকে শুভেচ্ছা জানান। শেখ রেহানার শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়ামের প্রবীণ সদস্য সাজেদা চৌধুরী। খবর বাংলা ট্রিবিউনের
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, সংবিধানের ৫৬(৩) ধারা অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদের এবং গোপনীয়তার শপথ নেন।