প্রধানমন্ত্রীকে ড. মাধব আচার্য রচিত গ্রন্থ ‘হরসকোপ’ প্রদান

183

বাংলাদেশের গর্ব প্রজ্ঞাবান জোতিষ গবেষক জাতিসংঘ ইউএসও পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন টিভি চ্যানেলে জ্ঞান গর্ব আলোচক ড. মাধব আচার্যের দীর্ঘ দিনের গবেষণার ফসল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অমূল্য দলিল স্বরূপ আগামী দুই শত বছর বাংলাদেশের ভালো মন্দের উপর ‘হরসকোপ’ রচনা করেছেন। যাহা বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মের যথার্থ কল্যাণে আসবে। অন্যদিকে মহান স্বাধীনতা যুদ্ধের দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সত্যই এই ধরনের গবেষণা এ প্রথম গত ৪ আগস্ট প্রধানমন্ত্রীর মাদার অব ইউমিনিটি শেখ হাসিনা ওয়াজেদকে অত্যন্ত উৎসবমূখর পরিবেশে গণভবনে উপহার প্রদান করেন। এ ‘হরসকোপ’টা ইংরেজি বাংলা ভার্সনে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গমাতা ফজেলেনুতেচ্ছা মুজিব ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের নামে উৎসর্গ করেছেন। বিজ্ঞপ্তি