প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে যুবক গ্রেপ্তার

32

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল (বুধবার) ভোরে চান্দগাঁও থানাধীন বলিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই যুবক হলেন মো. তোফাজ্জল হোসেন হেলাল (৪০)। তিনি ভোলা জেলার দৌলতখান থানাধীন মো. নাজির আহমেদের ছেলে।
র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশুকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে দীর্ঘদিন ধরে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও স্ট্যাটাস দিয়ে আসছিল তোফাজ্জল হোসেন হেলাল। বুধবার ভোরে মেজর মেহেদি হাসানের নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বলিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।’
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, ‘বুধবার সকালে র‌্যাব-৭ থেকে হেলাল নামের একজন আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’