প্রথম সপ্তাহে আসছে ‘খনা’

57

খনা নাটকের দৃশ্যবছরের প্রথম সপ্তাহেই মঞ্চে আসছে নাটক ‘খনা’। ‘বটতলা’র এ প্রযোজনাটি দেখানো হবে আগামী ৪ ও ৬ জানুয়ারি। প্রথমটি হবে শুক্রবার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ও দ্বিতীয় শোটি হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। দুটি প্রদর্শনীই শুরু হবে ঠিক সন্ধ্যা ৭টায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনাটির নির্দেশক মোহাম্মদ হায়দার আলী। ‘খনা’ নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা। বিদুষী ‘খনা’ গল্প এটি। যার অন্য নাম লীলাবতী। তার গল্পটা অনেক পুরনো। শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রবধূর যশ, খ্যাতি ও বিদ্যার প্রভাব দেখে তিনি ঈর্ষাকাতর। শ্বশুরের নির্দেশে লীলাবতীর জিহবা কেটে নেওয়া হয়। কিন্তু এখনও খনার বচনের মাঝে টিকে আছেন তিনি।
সত্যটুকু কি সত্যি লীলাবতীর? নাকি এ সত্য-তথ্য সবই এ ভূ-খন্ডের বৃষ্টি, পলি, আর জল হাওয়ার সাথে মিশে থাকা যুগান্তরের মিথ? লীলাবতী শুধুই কি একজন নারী বলে তার পরিণতি নির্মম, নাকি তিনি নারী হয়ে মিশেছিলেন চাষা-কৃষকের সঙ্গে? পুরুষতন্ত্র না শ্রেণি কাঠামো; নাকি উভয় দাঁড়ায় লীলাবতীর বিপ্রতীপে? এই প্রশ্নগুলো খোঁজা হয়েছে নাটকটিতে। এতে অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ তৌফিক হাসান ভূঁইয়া, শেউতি শা’গুফতা, মিজানুর রহমান, সুমিত তেওয়ারি, রানা ম. সাঈদ, পঙ্কজ মজুমদার, হামিদুল ইসলাম হিল্লোল, হুমায়ূন আজম রেওয়াজ, নাফিউল ইসলাম, হাফিজা আক্তার ঝুমা।