প্রথম শ্রেণির ক্রিকেটেও বিদেশি খেলানোর পক্ষে মাশরাফি

2

খালেদ মাহমুদ সুজনই প্রথম তুলেছিলেন প্রসঙ্গটা। প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশি খেলানোর চিন্তার কথা জানান তিনি।
পরে অবশ্য প্রসঙ্গটি একরকম উড়িয়েই দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার বিদেশি খেলানোর চিন্তাকে সমর্থন জানিয়েছেন দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টেস্টে বাংলাদেশ ভালো না করলেই দায়টা ঘরোয়া ক্রিকেটের উপরে আসে। বিশেষত প্রশ্ন ওঠে উইকেটের মান নিয়ে। কিন্তু পিচ বদলে পেসাররা বেশি উইকেট পেলেই কী ঘরোয়া ক্রিকেটের মান বেড়ে যাবে? এমন প্রশ্নও থাকে।
জাতীয় দলের তারকা ক্রিকেটাররা প্রথম শ্রেণিতে খেলেন না, প্রতিদ্ব›িদ্বতার মান নিয়ে তাই প্রশ্ন থেকে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু বিদেশের অনেক ক্রিকেটারই শুধু লাল বলের ক্রিকেট খেলেন, তাদের আনলে দেশের ক্রিকেটারদের জন্যও সেটি হতে পারে কার্যকরী; এমন মনে করছেন মাশরাফি। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশি ক্রিকেটার হতে পারে। আপনার এই প্রস্তাব খারাপ না। আমাদের তো শেফিল্ড সিল্ড, কাউন্টি বা রঞ্জি ট্রফির মতো ঘরোয়া ক্রিকেট শক্ত হয়নি। সে ক্ষেত্রে শক্ত করার জন্য একজন বিদেশি এলাউ করলে খারাপ না।’