প্রথম বিভাগ ক্রিকেট লিগ সুপার ফোরের শেষ দল রাইজিং স্টার জুনিয়র

12

 

সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে শেষ দল হিসেবে সুপার ফোর পর্ব নিশ্চিত করেছে রাইজিং স্টার জুনিয়র। এর আগে সুপার ফোর পর্ব নিশ্চিত করা অন্য তিন দল হলো ‘এ’ গ্রুপ থেকে শতদল ক্লাব, ‘বি’ গ্রুপ থেকে কোয়ালিটি স্পোর্টস এবং ‘সি’ গ্রুপের সেরা শতদল জুনিয়র।
গতকাল ‘ডি’ গ্রুপের খেলার রাইজিং জুনিয়র সহজে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাবকে হারিয়ে টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারের দলে যোগ দেয়। রাইজিং স্টার জুনিয়র নিজেদের গ্রæপ পর্বের প্রথম খেলায় সীতাকুÐ উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪১ রানে এবং দ্বিতীয় শতাব্দী গোষ্ঠীকে সাত উইকেটে হারায়। সমান ম্যাচে টানা তৃতীয় হারে রেলিগেসন পবের্র স্বাদ নিয়েছে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব। এর আগে প্রথম ম্যাচে ক্লাবটি ২ উইকেটে শতাব্দী গোষ্ঠীর কাছে এবং দ্বিতীয় ম্যাচে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার কাছে একই ব্যবধানে পরাজিত হয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব টস জিতে ব্যাট করতে নেমে ১০৩ রান তুলতেই সব উইকেট হারায়। দলের সোহানুর রহমান সুর্য ২১ ও জুনায়েদ ২২ রান করেন। প্রতিপক্ষের প্রিয়ন্ত বড়ুয়া ও ইরফাতুজ্জামান উভয়ে তিনটি করে এবং সাদিদ খান দুটি উইকেট নেন। ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাইজিং স্টার জুনিয়র ২৮.২ ওভারে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের হয়ে ওপেনার মোরশেদ চৌধুরী ৪৮ রানে হার না মানা ইনিংস খেলেন। এছাড়া অলরাউন্ডার সাদিদ খান ৩২ রান করেন। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে দিনের আরেক ম্যাচে লিটল ব্রাদার্সকে ৩ উইকেটে হারিয়ে রেলিগেসন এড়াল স্টার ক্লাব। ফলে এক হাতে থাকতেই নিশ্চিত হয় রেলিগেসনের দল চারটি। তারা হলো- সিটি কর্পোরেশন গ্রীণ, নিমতলা লায়ন্স, লিটল ব্রাদার্স ও ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব। আজ গ্রূপ পবের্র শেষ ও অনেকটা নিয়ম রক্ষার খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে সীতাকুÐ উপজেলা ক্রীড়া সংস্থা ও শতাব্দী গোষ্ঠী।