প্রথম নারী ফুটবলার হিসেবে লরিয়াস অ্যাওয়ার্ড বনমাতির

4

বিশ্বকাপ জয়, ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তকমা মুকুটে যোগ করা পর স্পেন এবং বার্সেলোনার তারকা ফুটবলার আইতানা বনমাতি আরেকটি ইতিহাস গড়েছেন। প্রথম কোনো নারী ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ লরিয়াস স্পোর্টসওম্যান পুরস্কার জিতেছেন। খেলার জগতে সারাবছরের অর্জনের উপর ভিত্তি করে পুরস্কারটি দেয়া হয়। বর্ষসেরা বাছাই করতে ৬৯ জন কিংবদন্তি ভোট দেন। তাদের অধিকাংশই বেছে নেন স্পেনের হয়ে বিশ্বজয়ী বনমাতিকে। ২০২৩ সাল ২৬ বর্ষী বনমাতির জন্য বেশ অর্জনে ভরপুর বছর ছিল। বছরটাতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের প্রথম বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বিশ্বআসরের বছরে বনমাতি হয়েছেন ফিফা’র মেয়েদের বর্ষসেরা খেলোয়াড়ও। মেয়েদের বিশ্বকাপে গোল্ডেন বল গেছে তার দখলে। পরে বার্সেলোনার হয়ে লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। মেয়েদের ব্যালন ডি’অর পুরস্কারও তার হাতে উঠেছে। মাদ্রিদে পুরস্কার হাতে নিয়ে বনমাতি বলেছেন, ‘স্পোর্টসওম্যান হিসেবে লরিয়াস বর্ষসেরা পুরস্কার জেতায় আমি সম্মানিত। আমি আরও খুশি যে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি আমার আন্তর্জাতিক সতীর্থদের বর্ষসেরা দলের স্বীকৃতি দিয়েছে।’