প্রথম নারী গভর্নর পাচ্ছে নিউইয়র্ক

12

 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে প্রথম নারী গভর্নর হিসেবে দ্রুতই দায়িত্ব নিতে যাচ্ছেন পোড় খাওয়া রাজনীতিক ডেমোক্র্যাট নেতা ক্যাথি হকল। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব থাকা হকল সদ্য পদত্যাগী অ্যান্ড্রু কুমোর কাছ থেকে গভর্নরের দায়িত্ব বুঝে নেবেন। সম্প্রতি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লাটিশিয়া জেমসের তদন্ত প্রতিবেদনে ১১ নারীকে যৌন হয়রানির ঘটনা উঠে আসার পর মঙ্গলবার চাপের মুখে পদত্যাগ করেন অ্যান্ড্রু কুমো। ৬২ বছর বয়সী হকাল এক টুইটে বলেন, “আমি গভর্নর কুমোর পদত্যাগের সিদ্ধান্তে একমত পোষণ করছি। নিউ ইয়র্কবাসীর মঙ্গলের জন্য এটাই হবে সঠিক সিদ্ধান্ত।”
“সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা নিয়ে আমি তার উত্তরসূরী হতে যাচ্ছি, আমি নিউ ইয়র্ক রাজ্যের ৫৭তম গভর্নর হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি।”