প্রথমবার ওয়েব সিরিজে সুমাইয়া শিমু

226

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুকে বর্তমানে অভিনয়ে খুব কম পাওয়া যায়। নিজের গড়া নারী উন্নয়নমূলক সংগঠন ‘বেটার ফিউচার ফর উইমেন’ নিয়েই এখন তার ব্যস্ততা বেশি। তবে ফুরসত পেলেই এই তারকা দাঁড়ান ক্যামেরার সামনে। এর আগে নাটক, টেলিফিল্ম ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও ওয়েব সিরিজে তাকে দেখা যায়নি। তবে এবারই প্রথম সুমাইয়া শিমু কাজ করতে যাচ্ছেন ‘ঘোলা’ নামের একটি ওয়েব সিরিজে। তানিম পারভেজ পরিচালনায় এর শুটিং শুরু হচ্ছে শিগগিরই।
এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, এখন দর্শকরা প্রচুর ওয়েব সিরিজ দেখেন। তাই অনেক আগে থেকে আমার ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছে ছিল। ‘ঘোলা’র মাধ্যমে সে ইচ্ছা পূরণ হচ্ছে। কিছুদিনের মধ্যে এটির শুটিং শুরু হবে।
১৯৯৮ সালে অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে শিমুর নাটকে অভিষেক ঘটে। এরপর অসংখ্য খÐ নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। স¤প্রতি সুমাইয়া শিমু আসাদুজ্জামান সোহাগের রচনায় ও সীমান্ত সজলের পরিচালনায় ‘তিথীর সারা জীবন’ খÐ নাটকে অভিনয় করেছেন। কিছুদিনের মধ্যে নাটকটি টেলিভিশনে প্রচার হবে।