প্রত্যয়ের উদ্যোগে আবদুল গফুর হালী’র স্মরণানুষ্ঠন

63

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে গত ১৮ জানুয়ারি চট্টগ্রামের আঞ্চলিক মাইজভান্ডারী মরমি গানের কিংবদন্তী শিল্পী আবদুল গফুর হালীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান এবং হালী উৎসব আয়োজন করা হয়েছে। পটিয়া ক্লাবের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠন ও হালী উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা, স্মৃতিচারণ এবং সংগীত সন্ধ্যা। গফুর হালীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। হালী উৎসব কমিটির চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে শুরুতেই বক্তব্য রাখেন হালী উৎসব কমিটির সদস্য সচিব ও প্রত্যয় একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চেীধুরী। তিনি বলেন, আবদুল গফুর হালী আঞ্চলিক, মাইজভান্ডারী ও মরমি সংগীত স্রষ্টা। তিনি শুধু গান ও সুরের সৃষ্টি করেননি, করে গেছেন আধ্যাত্তিক চর্চাও। গুণী এ শিল্পীর সৃষ্টি আমাদের সবার কাছে তুলে ধরতে হবে। এতে প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। তিনি বলেন, গফুর হালী চট্টগ্রামের গান নিয়ে এতটাই কাজ করেছেন যে, চট্টগ্রামের গানের ভান্ডার কত ঋদ্ধ তিনি তা ইতিমধ্যেই প্রমাণ করে গেছেন। এমন গুণগ্রাহী মানুষ আমাদের বর্তমান সমাজে সচরাচর পাওয়া যায় না। তার মত বিরল প্রতিভার মানুষের কোন আদর-কদর আমাদের সমাজে নেই। সারাজীবন নিরীহ নিভৃতচারী প্রচারবিমুখ এই সাধক নিজেকে লুকিয়ে রেখেছেন। একাডেমির সদস্য সুকান্ত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের ম্রদ্র উপস্তিত ছিলেন অধ্যাপক অজিত মিত্র, কল্যাণী ঘোষ, সনজীত আর্চায্য, শীমুল শীল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, পটিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক প্রভাষক ভগিরৎ দাশ, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সুরকার মোহাম্মদ হারুন, শিক্ষক নেতা শ্যামল দে, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শাপলা কুঁড়ি পটিয়া উপজেলার সভাপতি আবদুল করিম, মাবিয়া ও সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম হারুনুর রশিদ, গফুর হালীর নাতনী ফেরদেীস হালী, শিল্পী আলাউদ্দীন কাওয়াল, মাহফুজুর রহমান জাবেদ, একাডেমির সমন্বয়ক এমরান হোসেন রাসেল, সদস্য মোহাম্মদ সাকিব প্রমুখ। গানের ফাঁকে অতিথিরা শিল্পীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন। বিজ্ঞপ্তি