প্রত্যেক জেলায় ওয়াকফ পরিদর্শকের পদ হবে

107

ওয়াকফ প্রশাসক বাংলদেশ ও অতিরিক্ত সচিব মো. শহীদুল ইসলাম বলেছেন, ওয়াকফ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। সকল জেলায় ওয়াকফ পরিদর্শক দেয়া হবে। জনবল বৃদ্ধির অনুমোদন পাওয়া গেছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া সাপেক্ষে এ প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে ও হয়রানি লাঘবে এবং বিকেন্দ্রীকরনের করার লক্ষ্যে সকল বিভাগীয় সদরে সহকারী ওয়াকফ প্রশাসক নিযুক্ত করা হবে। সম্প্রতি ওয়াকফ ভবনে চট্টগ্রাম ওয়াকফ এস্টেট মতোওয়াল্লী কল্যান সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ওয়াকফ এস্টেটগুলোর উন্নয়নে ওয়াকফ প্রশাসন সহায়তা করবে। অবৈধ দখলদার উচেছদে সহযোগিতা করা হবে। তিনি ওয়াকফ মতোওয়াল্লীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এ সময় মতোওয়াল্লী সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি বদিউল আলম দোভাষ, কেন্দ্রীয় নেতা মোঃ ইসাক আলী, রবিউল হোসেন মিয়াজী, চট্টগ্রাম ওয়াকফ এস্টেট মতোওয়াল্লী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপত্বি ইয়ার মুহাম্মদ বেলাল হোসাইন, সংগঠনের নেতা সাকিব ইমাম চৌধুরী, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী ,ইকবাল হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ ওয়াকফ ভবনে ওয়াকফ উপ প্রশাসক,সহকারী ওয়াকফ প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। বিজ্ঞপ্তি