প্রতীক্ষিত মেট্রোরেলের প্রথম যাত্রা

12

পূর্বদেশ অনলাইন
বহুল প্রতীক্ষিত দেশের প্রথম মেট্রোরেল চালু হয়েছে আজ। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ০৫ মিনিটে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি-১’ ব্লকের খেলার মাঠে মেট্রোরেলের উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ১টা ৫৩ মিনিটে মেট্রোরেল যাত্রা শুরু করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক যাত্রী। বিরতিহীন যাত্রা করে ১০ মিনিট ১০ সেকেন্ডে আগারগাঁও স্টেশনে এসে থামে ট্রেন।