প্রতি বছর সেপ্টেম্বরে নারী ফুটবল লিগ!

13

অর্ধযুগ ধরে চেষ্টা করেও পারেনি বাফুফে। ২০১৩ সালের পর আর নারী ফুটবল লিগ মাঠে নামাতে পারেনি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। সেই বাফুফে বলছে, আগামীতে তারা প্রতি বছরের সেপ্টেম্বরে নারী লিগ শুরুর চেষ্টা করবে। গতকাল বাফুফে ভবনে মহিলা ফুটবল কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
বাফুফের মহিলা কমিটির বৃহস্পতিবারের সভায় আগামী বছর ৩১ জানুয়ারি নারী ফুটবল লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে। লিগ খেলার জন্য ইতিমধ্যে ৫ টি দল নিশ্চয়তাও দিয়েছে। দলগুলো হচ্ছে- বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, এফসি উত্তরবঙ্গ ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। নারী ফুটবল লিগের দলবদল কার্যক্রমের সময় ১১ থেকে ২৬ জানুয়ারি। লিগের সব খেলাই হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।