প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে

14

 

জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা বলেছেন, বেগম খালেদা জিয়া দেশ, জনগণ ও গণতন্ত্রের আপসহীন নেত্রী। এই জনপ্রিয় নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির ব্যাপারে নানা টালবাহানা করছে। তাকে রাজনীতি ও জনগণ থেকে দূরে রাখছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে এভাবে গৃহবন্দী রেখে বিদেশে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। কারণ তারা জানে যদি বেগম খালেদা জিয়া বাইরে থাকে তাহলে জনগণকে সঙ্গে করে গণতন্ত্র পুনরুদ্ধার করতেন। বর্তমানে দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনও ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। তিনি গতকাল বুধবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা মহিলাদলের কেন্দ্রঘোষিত মৌন মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলাদলের সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, উত্তর জেলা মহিলাদলের সভাপতি মেহেরুন্নেছা নার্গিস, মহানগর মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, উত্তর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদা আক্তার, দক্ষিণ জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, সহ সভাপতি যথাক্রমে জেসমিনা খানম, খালেদা বোরহান, শাহিদা খানম, সায়মা হক, এড. ফারহানা আকতার, রেহানা বেগম, শিরিন আকতার, খেলনা আকতার, রেজিয়া বেগম মুন্নি, যুগ্ম সম্পাদক যথাক্রমে ছকিনা বেগম, ফাতেমা আক্তার মুন্নি, পারভিন আকতার, খাদিজা বেগম, লায়লা আকতার, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে গোলজার বেগম, কামরুন্নাহার লিজা, নুরী মাহফুজা, শারাবান তাহুরা ফেরদৌসি কলি, মহিলাদল নেত্রী দেওয়ান মাহমুদা লিটা, খতিজা বেগম, রোকসানা মাধু, নাসিমা আলম, আনোয়ারা বেগম, আলতাজ বেগম, মর্জিনা আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি