প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের জন্য অবদান রাখতে পারেন: ফজলে করিম এমপি

13

রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, সরকারের পাশাপাশি বিত্তশালিরাও দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। কোন স্কুল বা কলেজের শিক্ষার্থীরা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারাও নিজ প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হতে পারে। প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের জন্য অবদান রাখতে পারেন। তিনি গত শুক্রবার রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাউজান আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী ১ম পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া। এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ড. হরিশংকর জলদাস, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আশালতা কলেজের প্রাক্তন চেয়ারম্যান চিত্র রাণী দে, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। অনুষ্ঠান উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রূপায়ন বড়–য়া কাজলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির ত্রিদীপ বড়ুয়া, প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন। বক্তব্য রাখেন লিটন কে বড়ুয়া, অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, রুগতি বড়ুয়া, শিমুল বড়ুয়া, প্রচার কুমার ধর, উজ্জ্বল মুৎসুদ্দি প্রমুখ। অনুষ্ঠানে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সম্মাননা প্রদান, কথামালা, প্রীতিভোজ, স্মারণিকা অবয়মুক্তায়ন, স্মৃতিচারণ, অমিতাভিয়ান আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, আতশবাজি উৎসবসহ নানা অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।