প্রতিষ্ঠাবার্ষিকী পালনেও নগর ছাত্রলীগে বিভক্তি

18

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভক্ত হয়েই পালন করেছে মহানগর ছাত্রলীগ। নগর ছাত্রলীগের একটি পক্ষ দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এবং আরেকটি পক্ষ আন্দরকিল্লা মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছে। দুটি পক্ষেই নগর ছাত্রলীগের কমিটিতে থাকা নেতারা উপস্থিত ছিলেন। আন্দরকিল্লায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনও ছাত্রলীগের নেতারা এক না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
আন্দরকিল্লার অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, একটা নীতি ও আদর্শ নিয়ে ছাত্রলীগকে পরিচালিত হতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রলীগকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
জানা যায়, গতকাল সকালে দারুল ফজল মার্কেটস্থ সংগঠন কার্যালয়ে সকালে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সুচনা করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্ট বাংলাদেশ ধারণা খুবই যুগোপযোগী। দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ সবসময় সচেষ্ট থাকবে।’
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। আমাদের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা। দেশ গঠনে যেকোন শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগ সবসময় রাজপথে থাকবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তালেব আলী, নাইম রনি, একরামুল হক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক খোরশেদ আলম মানিক, খোরশেদ আলম, সম্পাদকমন্ডলীর সদস্য হাসানুল আলম সবুজ, আবু তারেক রনি, হাসান শাহরিয়ার, শফিকুল ইসলাম পারভেজ, মোহাম্মদ বিন ফয়সাল, এম এ হালিম শিকদার মিতু, আব্দুল আল আহাদ, নুরুল ইসলাম সুমন, হাসান আলী, আনিসুর রহমান, তোফায়েল আহমেদ মামুন, নাবির আহমেদ লিটন, হাবিব রহমান, সদস্য ইমাম উদ্দিন নয়ন, আরাফাত রুবেল, মো. সালাউদ্দিন, মোশরাফুল হক পাবেল, শুভ ঘোষ, শেখর দাশ, মোহাইমিনুল ইসলাম রাহিম প্রমুখ।
গতকাল বিকালে আন্দরকিল্লা মোড়ে অনুষ্ঠানটি আয়োজন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুসারী হিসেবে পরিচিত ছাত্রনেতারা। মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শফর আলী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মাহমুদ ইসহাক, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, রেজাউল আলম রনি, মহিউদ্দিন মাহি, শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রায়হান ইউসুফ, ফারুখ আহেমেদ, আবদুল মান্নান ফেরদৌস, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, চৌধুরী জহির উদ্দিন বাবর, জাবেদুল আলম সুমন, সুজিত দাশ, এম এ মান্নান শিমুল, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন চৌধুরী, তানভীর আহমেদ রিংকু, আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, আবু তাহের, সুমন চৌধুরী প্রমুখ। পরে তাদের উদ্যোগে আন্দরকিল্লা মোড় থেকে একটি র‌্যালি শুরু কয়ে নিউমার্কেট হয়ে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।