প্রতিভাবান কন্ঠশিল্পীর খোঁজে তারা

14

 

প্রাণ আপ মিউজিক শাটল’ নামে নতুন একটি প্লাটফর্ম থেকে তরুণ প্রতিভাবান গায়ক গায়িকার গান প্রকাশ করা হবে। ভিন্নধারার এই রিয়েলিটি শো ডিজিটাল প্লাটফর্মে নিয়মিতভাবে কাজ করার অঙ্গীকার নিয়েই শুরু করছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক এর সুর ও সঙ্গীত পরিচালনায় প্রকাশ পাবে বিজয়ীদের মিউজিক অ্যালবাম। ডিজিটাল প্লাটফর্মে আহবানকৃত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের ৩ গুণী কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়। গত ১ মাসে ধরে প্রাণ আপ এর অফিসিয়াল ফেসবুক পেজ এ প্রথম ঘোষণা দিয়ে তরুণ তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক গায়িকা স্থান করে নিয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেক এর সুর ও সঙ্গীতে। সেখান থেকেই শীর্ষ ৫ জনের ঈদে মিউজিক ভিডিও অবমুক্ত করা হবে প্রাণ আপের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।