‘প্রতিবাদী মানুষের কন্ঠস্বর সাহিত্যিক আহমদ ছফা’

44

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে প্রতিবাদি, মানবিক লেখক, শ্রেষ্ঠ চিন্তাবিদ, জাতির শিক্ষক সাহিত্যিক আহমদ ছফার ৭৭তম জন্মবার্ষিকী স্মরণে আহমদ ছফার সাহিত্য ও জীবনদর্শক ভিত্তিক যদ্যপি আমার গুরু শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ৩০ জুন বিকেলে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি শিক্ষক বাবুল কান্তি দাশ, প্রাবন্ধিক আবদুর রহিম, জীবনী পাঠ করেন শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কথামালায় অংশ নেন ছড়াকার লিটন কুমার চৌধুরী, পশ্চিমবঙ্গের কবি সমরেন্দ্র দাশ গুপ্ত, ত্রিপুরা রাজ্যের আবৃত্তিশিল্পী ড. মুজাহিদ রহমান, ডাঃ রতন চক্রবর্তী, মঞ্জুর আলম, সুমন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল। সভায় বক্তারা বলেন প্রতিবাদী, মানবিক, বঞ্চিত মানুষের কন্ঠস্বর, দেশের শ্রেষ্ঠ চিন্তাবিদ, জাতির শিক্ষক আহমদ ছফা। ভিন্ন ধারার এই লেখক চেয়েছেন মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য।