প্রতিবন্ধী ভাতা দুই হাজার টাকায় উন্নীত করার দাবি

24

 

২০২২-২৩ অর্থ বছরের বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২০০০ টাকা এবং চাকরিতে সমঅধিকার সহ ৭ দফা দাবিতে ৬ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রাম শহরের চেরাগী পাহাড়ের মোড়ে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ডিপিও) এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্টি- প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র ও বি-স্ক্যান এর সভাপতি সাবরিনা সুলতানা।
কৃষ্টির সাধারন সম্পাদক তাসনিন সুলতানা নীলার সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ডিপিও)এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠন সমূহ এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশের শুরুতে লিখিত বক্তব্য ও ৭ দফা দাবি উত্থাপন করা হয়।বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা জীবন সচল রাখা এবং তাদের দৈনন্দিন মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা দুটোই নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, হাসান মনছুর কোস্টাল ডিপিও অ্যালায়েন্স- আনোয়ারা এর সাংগঠনিক সম্পাদক, শিউলি চক্রবর্তী চাঁদগাও প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন এর সাধারণ সম্পাদক , চন্দনাইশ প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন এর সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রওশন চৌধুরী, বাংলাদেশ শ্রবন প্রতিবন্ধী ক্রিয়া ফেডারেশন এর সহ-সভাপতি ফিরোজ আহমেদ, রাইট একশন ফর ডিজেবিলিটি (র‌্যাড) এর সাধারণ সম্পাদক এ্যাড নুরজাহান, চট্টগ্রাম বধির উন্নয়ন সঙ্ঘ এর সাধারণ সম্পাদক নিমাই বনিক, অ্যালেয়েন্স অব আরবান ডিপিও (এইউডিসি)এর সহ সভাপতি আলী আহমেদ, চট্টগ্রাম বিভাগ শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. ফরিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি