প্রতিবন্ধীর জন্য ঘর নির্মাণ, চাবি হস্তান্তর

4

নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর বন্দর ১নং সাইড হিন্দুপাড়ায় দুই প্রতিবন্ধীর জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদ ও জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি অশোক দত্ত। ২ ডিসেম্বর প্রতিবন্ধী প্রদীপ দাস ও রাধা দাসকে নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়। চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য ইমতিয়াজ সুমন, বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন দাশ, সহ-সভাপতি পীযুষ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মান্না দত্ত, সমাজসেবী সোমা দত্ত, সৎসঙ্গ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুকুল চৌধুরী, সাধারন সম্পাদক অংকুর দত্ত শুভ, অভি দে, সোহাগ দে, শুভ নাথ, রাহুল দাস, খোকন দে, অপু মজুমদার, দ্বীপ দাস, অর্পণ দাস, প্রকাশ দেবনাথ, সুভাষ ধর, সনজিৎ দত্ত, জেকি ধর, শান্ত দে, বিজয় শীল, খোকন দে, ইমন দাস, জুয়েল দাস, পিয়াল দাস, কিষাণ দাস, আরধ্য দত্ত প্রমুখ। প্রধান অতিথি দেবাশীষ পাল দেবু বলেন, মানুষ নানা কারণে প্রতিবন্ধী হতে পারে। প্রতিষ্ঠিত অবিচারের কারণে তারা আমাদের থেকে একটু পিছিয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো, স্নেহের হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। তিনি অশোক দত্তের মানবিক কর্মকাÐের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি