প্রতিবন্ধীদের মাঝে সালমা-আদিল ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ

31

সংক্রামন ব্যাধি করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবন্ধী পরিবারগুলি অসহায় জীবন যাপন করছে। বিষয়টি অনুধাবন করে সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে চন্দনাইশের প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাউল, ২ কেজি চিনি, ২ কেজি চনা, ২ কেজি তেল, ১ কেজি চিড়া, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ দেয়া হয়। গত ৩০ এপ্রিল সকালে ফাউন্ডেশনের পক্ষে এসকল ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক গোলাম আজাদ শিশু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সংস্থার কর্মকর্তা মনজুরুল আলম, মো. সোহেল, ইউনুস খাতুন রুজি, উম্মে হাবিবা, তানজিনা সুলতানা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, কংগো’র অনারারি কনসাল্টেন্ট, মিডিয়া ব্যাক্তিত্ব জিয়া উদ্দীন আদিল বলেছেন, চন্দনাইশে যে সকল প্রতিবন্ধী রয়েছে তাদের পরিবারের পাশে এ দুঃসময়ে দাড়ানোর জন্য এলাকার বিত্তবানদের আহব্বান জানান। সেসাথে সরকারিভাবে প্রাপ্ত খাদ্য সামগ্রীর একটি অংশ এসকল পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ রাখাও দাবী জানিয়েছেন তিনি।