প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাচ্ছে বাইডেন শিবির!

18

নির্বাচনের ফলাফল ঘিরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রে। বার্তা সংস্থা এপি’র প্রজেকশন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ লাভের দৌড়েও এগিয়ে বাইডেন শিবির।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হয়। এপি’র প্রজেকশন অনুযায়ী, এবার এখন পর্যন্ত পাওয়া ফলে এরইমধ্যে ২২৩টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ডেমোক্র্যটিক প্রার্থী জো বাইডেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১১৮টি। বাইডেন এখনও পর্যন্ত এগিয়ে থাকলেও চূড়ান্ত বিচারে এখনও কাউকে সম্ভাব্য প্রেসিডেন্ট বলার সময় আসেনি।
এনবিসি-র প্রজেকজন বলছে, হোয়াইট হাউসের দৌড়ে এখনই কিছু বলা না গেলেও দৃশ্যত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাচ্ছে বাইডেন শিবির! বিভিন্ন রাজ্যের এ পর্যন্ত প্রাপ্ত ফল বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে এনবিসি নিউজ। তবে সিনেটের ব্যাপারে এখনই কিছু বলার সময় আসেনি।