প্রতিটি শিক্ষাঙ্গনে চাই মানসম্পন্ন পড়াশোনা

32

বিজিএমইএ প্রথম সহ-সভাপতি আবদুস ছালাম বলেছেন, প্রতিটি শিক্ষাঙ্গণে চাই মানসম্পন্ন পড়াশোনা। শিক্ষার মূল লক্ষ দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতার উন্নয়ন। বিজিএমইএ দরিদ্র গার্মেন্টস কর্মীসহ সকলের মানসম্পন্ন পড়াশোনার সুযোগ সৃষ্টিতে বর্তমানে নানামুখী উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, নগরীর মুরাদপুরে বিজিএমইএ স্কুল কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এতে সবাই পড়াশোনার সুযোগ পাবে। শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনসম্পদ সৃষ্টি ও সুনাগরিক গড়াই আমাদের মূল লক্ষ্য। গার্মেন্টসের সুবিধাবঞ্চিত গরিব ঘরের সন্তানদের সম্পূর্ণ ফ্রিতে মানসম্মত শিক্ষা প্রদানে বিজিএমইএ এ নতুন নতুন উদ্যোগ নেবে বলে তিনি উল্লেখ করেন। গত ৭ ডিসেম্বর নগরীর ঝাউতলা রোডস্থ দক্ষিণ খুলশী বিজিএমইএ ভবন অডিটরিয়ামে বিজিএমইএ স্কুল স্ট্রান্ডিং কমিটির প্রথম মিটিং তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ স্কুল স্ট্রান্ডিং কমিটির চেয়ারম্যান লায়ন আরশাদুর রহমান এরশাদ। সভাপতির বক্তব্যে বলেন, গার্মেন্টস কর্মীদের সন্তানদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের সন্তানরা যাতে সম্পূর্ণ ফ্রিতে সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনা চালিয়ে নিতে পারে আমরা এ দিকে বিশেষ যতœবান। আমাদের পরিচালিত স্কুল এখন থেকে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সভায় আলোচনা অংশ নেন স্কুল কমিটির ডাইরেক্টর ইনচার্জ মুহাম্মদ আতিক, ডাইরেক্টর ইনচার্জ এডমিন এনামুল আজিজ চৌধুরী লিটন, অঞ্জন শেখর দাশ, কো-চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মোঃ সেলিম, রিয়াজ ওয়ায়েজ, সদস্য মোঃ আলাউদ্দিন, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, লায়ন মোহাম্মদ মাঈনুদ্দীন নুর তারেক, প্রমুখ। প্রতিবেদনে পেশ করেন স্কুল সচিব করিমুলাহ চৌধুরী। বিজ্ঞপ্তি