প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ অবশেষে গ্রেপ্তার

20

ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে এক বছর আত্মগোপনে থাকার পর অবশেষে বাকলিয়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. শাহ আলম (৪৭) নামে? এক প্রতারক। প্রতারক শাহ আলম ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আত্মগোপনে ছিলেন। গতকাল রোববার সকালে সিদ্দিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ। শাহ আলম বায়েজিদ থানাধীন বার্মা কলোনির মোখলেছুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোহার রড, টিনসহ বিভিন্ন মালামাল সরবরাহ ও কম দামে প্লট কিনে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যবসায়ী এবং ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেন। পরে সেই টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এতে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন। শাহ আলমের গ্রেপ্তারের খবর শুনে অনেক পাওনাদার থানায় ভিড় করছেন। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে প্রতারক শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।