প্রচারণা শেষ আজ মাঠে ৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট

8

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি পৌরসভায় আগামী ১৬ মার্চ ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার রাত ১২টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন উপলেক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নাজিরহাট পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা।
তিনি বলেন, ‘১৬ মার্চ নাজিরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ২২টি ভোট কেন্দ্রের ১৩১ কক্ষে ৪৮ হাজার ৩ শত ৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ২৫ হাজার ৬২৫ জন পুরুষ ও ২২ হাজার ৭১৩ জন মহিলা ভোটার।’
তিনি আরো বলেন, ‘৯ ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রটের পাশাপাশি থাকবে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী। ১৫ মার্চ কেন্দ্রে কেন্দ্রে সকল সরঞ্জাম পেঁৗঁছবে।’
নাজিরহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, ‘নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। সবার সহযোগিতা নিয়ে আমরা একটা শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’
এদিকে শেষ মুহূর্তে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং তাদের অনুসারীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। গণসংযোগ ও পথসভার মাধ্যমে তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এবারের নির্বাচনে প্রার্থীরা পোস্টার, ব্যানার কিংবা মাইকে প্রচারের পাশাপাশি ডোর টু ডোর ভোট ভিক্ষাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।
নির্বাচনে মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একে জাহেদ চৌধুরী, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি স্বতন্ত্র প্রার্থী নারিকেল প্রতীকের মোহাম্মদ নাছির উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের আনোয়ার পাশা, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতীকের জাহাঙ্গীর আলাম চৌধুরী ও স্বতন্ত্র প্রাথী জগ প্রতীকের এ্যাডভোকেট মো. ইসমাইল গনী।