প্রগ্রেসিভ ট্রাস্ট’র সেলাই মেশিন বিতরণ

101

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সেবার মাধ্যমে সমাজের পরিবর্তন আনয়ন সম্ভব। সমাজের অসহায়, দারিদ্র পীড়িত মানুষদের সার্বিক পরিবর্তন এর লক্ষ্যে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আজ বিকেল চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালে মিলনায়তনে চট্টগ্রামের প্রগ্রেসিভ ট্রাস্ট এর দুস্থ মহিলাদের সেলাই মেশিন মাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রীদের এককালীন মেধাবৃত্তি বিতরণ ও নতুন আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর চেয়ারম্যান মো. ইসকান্দর আলী চৌধুরী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি-৪ বাংলাদেশ গভর্ণর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক মিসেস বোরহানা কবির। ট্রাস্টের নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক-এর ব্যুরো প্রধান সাংবাদিক সালাহ উদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবদুল মোনাইম, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. শাহানা বেগম, ট্রাস্টের পরিচালক (অর্থ) মোহাম্মদ হারুণ শেঠ, পরিচালক (সমাজকল্যাণ) এ.এইচ.এম. কফিল উদ্দিন, পরিচালক (স্বাস্থ্য) প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, পরিচালক (জনসংযোগ) মো. মাহতাব উদ্দিন প্রমুখ। খবর বিজ্ঞপ্তির