প্রগতিশীল নাগরিক সমাজের মুজিবনগর দিবস উদ্যাপন

3

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রগতিশীল নাগরিক সমাজ এর উদ্যোগে উত্তর কাট্টলীস্থ আবাসিক কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা মেহেরপুর (তৎকালীন কুষ্টিয়া) জেলার বৈদ্যনাথতলাকে (বর্তমান মুজিবনগর) প্রবাসী সরকারের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে মন্ত্রীপরিষদ গঠনপূর্বক মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল কার্যক্রম পরিচালিত হয়েছিল। ঐ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঐতিহাসিক এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দল মত নির্বিশেষে সকল মহলের উদ্যোগ নেওয়া বাঞ্ছনীয়। বক্তব্য দেন রুহুল আমিন, নজরুল ইসলাম, বিষ্ণু দেবনাথ, শিবু দে, শাহেলা আক্তার কেয়া, রোজিনা আক্তার, সোনিয়া আক্তার, সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি