প্রকাশিত সংবাদ সম্পর্কে রাঙ্গুনিয়া যুবলীগের প্রতিবাদ

34

দৈনিক পূর্বদেশ পত্রিকার শেষ পৃষ্ঠায় গত ১১ অক্টোবর ‘যুবলীগের সমাবেশ, একুশে পত্রিকা সম্পাদককে হত্যার হুমকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, ‘কাউকে হুমকি দেওয়ার ঘটনা সত্য নয়, সমাবেশ থেকে কেবল অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র, উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজান সিকদার ও উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু আপন চাচাতো ভাই। তাদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদারের আপন শ্যালক। পারিবারিক ও রাজনৈতিক বিবাদকে পুঁজি করে আজাদ তালুকদার বোনের জামাই এর পক্ষ নিয়ে দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সাংবাদিকতার নামে যুবলীগের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের বিরুদ্ধে সামাবেশ করেছে উপজেলা যুবলীগ। এখানে কাউকে হত্যার হুমকি দেওয়া হয়নি। শুধুমাত্র অপপ্রচারের প্রতিবাদ করা হয়েছে। কিন্তু আজাদ তালুকদার সাংবাদিক নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছেন। সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকদের আমরা সম্মান করি। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসন ও সাংবাদিকদের অনুরোধ জানাচ্ছি।’