প্রকল্প বাতিল ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন

13

নগরীর সিআরবিতে হাসপাতাল স্থাপনের প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে নাগরিক সমাজ। গতকাল শনিবার নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সিআরবি রক্ষা আন্দোলনে বক্তাগণ বলেন, প্রকৃতির অসীম দানে ঋদ্ধ সিআরবির মতো এরকম বড় উন্মুক্ত স্থান চট্টগ্রামে আর নেই। শতবর্ষী বৃক্ষরাজি, পাহাড়, টিলা ও উপত্যকা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোনভাবেই মেনে নেওয়া যায় না। চট্টগ্রামের সংবেদনশীল একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যিনি সিআরবি রক্ষার এ আন্দোলনকে সমর্থন করেন না।
তারা আরও বলেন, হাসপাতালের নামে ব্যবসা প্রতিষ্ঠান বানানোর চেষ্টা যারা করছেন, তারা ভুল করছেন। এ সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করতে হবে। যতদিন প্রকল্প বাতিলের ঘোষণা না হবে ততদিন আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী চট্টগ্রাম নিয়ে ভাবেন। নিশ্চয় উনার কাছে এতদিনে এ বার্তা পৌঁছে গেছে। আশা করি, তিনি সঠিক সিদ্ধান্ত দিবেন। বক্তারা আরও বলেন, আমাদের একটাই দাবি- এখানে কোনো হাসপাতাল হবে না। কেউ বলছে- শিরীষ তলায় হবে না, গোয়ালপাড়ায় হবে। তাদের চিহ্নিত করে রাখুন। এরাই দেশের শীর্ষনেতৃত্বকে ভুল বুঝিয়ে এই প্রকল্প নিয়েছেন।তারা গণশত্রু। ইউনাইটেডের টাকা খেয়ে তারা এ কাজ করছে। প্রধানমন্ত্রীকে তারা ভুল বোঝাচ্ছে। শেষ কথা এখানে আমরা কোনো বেসরকারি হাসপাতাল হতে দেব না।
আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নাগরিক সমাজ, চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ইউনুস, নাগরিক সমাবেশ, চট্টগ্রামের যুগ্ম সদস্য সচিব স্বপন মজুমদার, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহজাহান চৌধুরী, কবি অধ্যাপক হোসাইন কবির, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু, পরিবেশ ও মানবাধিকার আন্দোলনের (পমা) সহ-সভাপতি লায়ন এ কে জাহেদ চৌধুরী, শিক্ষক নাসরিন আক্তার, মহানগর কৃষক লীগ নেতা এডভোকেট আবুল কাশেম চৌধুরী, দিলরুবা খানম, নারায়ণ চন্দ্র দাশ, হুমায়ুন কবির মাসুদ, আওয়ামী লীগ নেতা তাপস দে, স্মাইল বাংলাদেশের সমন্বয়কারী নজরুল ইসলাম জয়, ব্যবসায়ি নেতা লায়ন মাহবুব রানা প্রমুখ। এতে আবৃত্তি পরিবেশন করেন শিল্পী তৈয়বা জহির আরশী।
এদিকে সিআরবি রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, নাগরিক সমাজ-চট্টগ্রামের মহাসচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বলেছেন, সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে, শহীদের কবরের উপর চট্টগ্রামবাসী কোন প্রাইভেট হাসপাতাল চায় না। চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ-প্রকৃতিকে রক্ষা করতে হবে। নগরীর মুরাদপুর মোড়ে গতকাল শনিবার সিআরবি রক্ষায় নাগরিক সমাজের চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনীতে এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী আরো বলেন, শতবর্ষী বৃক্ষরাজি, পাহাড়, টিলা ও উপত্যকা বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যময় অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোনভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না। জনতা যখন জেগে উঠে, তখন যেকোন প্রতিরোধ বালির বাঁধের মতো ভেঙে যায়, আবারো প্রমাণ হবে- চিরসত্য এই কথাটি সিআরবিকে বেনিয়া গোষ্ঠীর হাত থেকে রক্ষার মধ্য দিয়ে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ ড. ইদ্রিস আলী। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সভাপতিত্বে এবং যুবলীগ নেতা জয় শংকর সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়ার্দী, চকবাজার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নোমান চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম খালেদ বাবুল, সংরক্ষিত আসনের কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল আনোয়ার, আবৃত্তি শিল্পী দিলরুবা খানম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আকতার হোসেন সৌরভ। উপস্থিত ছিলেন- ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার মিয়া, হালিশহর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হীরা, যুবলীগ নেতা সাইফুল মান্নান, খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক এমআর হৃদয়, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন পারভেজ, চকবাজার থানা ছাত্রলীগ নেতা তানভীর মেহেদী মাসুদ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আরিফ উদ্দিন, সোহেল বড়ুয়া, মুনতাসির উদ্দিন, শাহাজাদা চৌধুরী, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা নোমান চৌধুরী রাকিন, আরাফাত হোসেন, ইব্রাহিম রুবেল, নাসির উদ্দিন দিপু প্রমুখ। বিজ্ঞপ্তি