প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেলো যুক্তরাষ্ট্র

16

ঘোষণার তিন বছর পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলো যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম কোনও দেশ হিসেবে এমন পদক্ষেপ নিলো ওয়াশিংটন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু জাতিসংঘের বিধি অনুসারে, এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ৪ নভেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের পরদিন। আগামীতে চাইলে আবারও চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে যুক্তরাষ্ট্র। তবে এজন্য দেশটির কোনও প্রেসিডেন্টকে উদ্যোগ নিতে হবে।