পোস্ট গ্রাজুয়েট সার্জারি একাডেমিয়া’র প্রথম আন্তর্জাতিক সম্মেলন

8

 

পোস্ট গ্রাজুয়েট সার্জারি একাডেমিয়া’র প্রথম আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবের মিলনায়েতনে এ সম্মেলন শুরু হয়। দুইদিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনে দেশ বিদেশের প্রায় তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। প্রথম দিনে পাকস্থলী, অন্ত্র ও স্তন ক্যান্সারের উপর বিবিধ বিষয়াদির পাশাপাশি চিকিৎসক রোগী সম্পর্ক এবং পেশাদারিত্ব সম্পর্কে আলোচনা হয়। একাডেমির পক্ষ থেকে অধ্যাপক এ. কে আজাদ খন্দকার এর প্রতিষ্ঠার উদ্দেশ্য এ যাবৎ অর্জিত সফলতার উপর এক বস্তুনিষ্ঠ উপস্থাপনা পরিবেশন করেন। প্রশিক্ষণার্থীদের সঠিক প্রশিক্ষণের উদ্দেশ্যে স্তন পকস্থলী ও মলদ্বারে তিনটি পৃথক অস্ত্রপচারের সরাসরি প্রদর্শন করা হবে। একই ধারাবাহিকতায় একাডে মিয়া’র শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম অব্যহত থাকবে এবং আগামী ২০২৪ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।