পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রার্থীর

13

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজার নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ এনেছেন তার প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক রাষ্ট্রদূত এসএম আবুল কালাম। গত ৯ মার্চ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদা এসএম মিজানুর রহমানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
একইভাবে অপর দুই স্বতন্ত্র প্রার্থীও অভিযোগ এনেছেন পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার। গতকাল শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ অভিযোগ দিয়েছেন তারা।
অভিযোগে বলা হয়, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাদা এসএম মিজানুর রহমানের কর্মী-সমর্থকরা কধুরখীল চৌধুরী হাটের পূর্ব পাশে, কধুরখীল ইউনিয়ন পরিষদের সামনে, চরণদ্বীপ ভরা পুকুর পাড়, দাশের দিঘির পশ্চিম-দক্ষিণ পাশের মোড়ে, কালুরঘাট ব্রিজের পূর্ব পাশে ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নৌকার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছে।
এছাড়া শাহজাদা মিজান দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগ থেকে বহিস্কার করার কথাও জানানো হয় অভিযোগে। এ অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগপত্র প্রেরণ করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদা এসএম মিজানুর রহমান। তিনি বলেন, ‘তারাই বরং আমার নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে। আর উল্টো অভিযোগ আনছেন আমার বিরুদ্ধে’। তিনি জানান, প্রতিদ্বন্দ্বী দলীয় প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও উপজেলার বিভিন্ন স্থানে ঝুলানো আনারস প্রতীকের পোস্টার-ব্যানার ছিঁড়ে তাদের পোস্টার ব্যানার লাগিয়ে দিচ্ছেন।
একই অভিযোগ তুলে অপর স্বতন্ত্র প্রার্থী কাজী আয়েশা ফারজানা বলেন, ‘আমার দোয়াত কলম প্রতীকের পোস্টার-ব্যানারও ছিঁড়ে ফেলা হচ্ছে। উপজেলার একাধিক স্থানে এমনটি করছেন প্রতিদ্ব›দ্বী নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা সংক্রান্ত কোনো অভিযোগ এ পর্যন্ত পাইনি। অভিযোগ হাতে পেলে আইনগত প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে’।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘দুই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ পাওয়ার পর তা রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের কাছে পাঠানো হয়েছে’।
উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী শাহাজাদা এসএম মিজানুর রহমান ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা প্রতিদ্ব›িদ্বতা করছেন।