পোশাক আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ চান মালিকরা

7

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম প্রতিনিধিলের নেতৃত্ব দেন। এ সময় তিনি
বলেন- কোভিড-১৯-এর সংকট মোকাবেলা পরবর্তীতে বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বিশ্ব অর্থনৈতিক মন্দায় মুদ্রাস্ফীতির কারণে রপ্তানি বাণিজ্য অস্থিতিশীল হয়ে পড়েছে। জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্র্থে পোশাক শিল্পকে সার্বিক সহযোগিতার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। পোশাক শিল্প সম্পর্কিত কাস্টম বিষয়ক সমস্যাদি যথাক্রমে-এইচএস কোড সংক্রান্ত জটিলতা নিরসন, কাটিং তদারকি পরিহার, শর্ট শিপমেন্ট সংক্রান্ত তথ্য এসাইকুড়া ওয়ার্ড সিস্টেমে জরুরি হালনাগাদকরণ, বন্দর জেটিতে পণ্য পরীক্ষণে জটিলতা পরিহারসহ বিরাজমান সমস্যাদি নিরসনে কাস্টম কমিশনারের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যহত রাখার স্বার্থে পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুততার সাথে সম্পাদনের কোনো বিকল্প নেই বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
মতবিনিময়কালে কমিশনার কাস্টম হাউস চট্টগ্রাম ফাইজুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। বর্তমান বিশ^ অর্থনীতিক সংকটকালীন সময়ে পোশাক শিল্পের আমদানি রপ্তানি কার্যক্রম দ্রæততার সাথে সম্পাদনে কাস্টম হাউস চট্টগ্রাম সচেষ্ট রয়েছে। পোশাক শিল্পের কাস্টম সম্পর্কিত বিরাজমান সমস্যাদি আলোচনার মাধ্যমে দ্রæত সমাধান করা হবে বলে তিনি বিজিএমইএ নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন।
এ সময় বিজিএমইএর সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম, রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মো. হারুন-অর-রশিদ, রাজীব চৌধুরী, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, এ.এম. শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম. এহসানুল হক, মিরাজ-ই মোস্তফা কায়সার, বিজিএমইএর প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ, শেখ সাদী সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ এবং বিজিএমইএর মহাসচিব মো. ফয়জুর রহমানসহ বিজিএমইএর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কাস্টমস হাউস চট্টগ্রাম এর পক্ষে অতিরিক্ত কমিশনার-১ ড. আবু নূর রাশেদ আহমেদ, অতিরিক্ত কমিশনার-২ জাকির হোসেন সহ যুগ্ম কমিশনারও উপ-কমিশনারগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় পরবর্তীতে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান এর পক্ষ থেকে কমিশনার কাস্টম হাউস চট্টগ্রামকে বিজিএমইএ স্বারক ও বনসাই উপহার প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তি।