পোল্ট্রিফার্মে অগ্নিকাণ্ড রাউজানে ১ হাজার মুরগি পুড়ে ছাই

4

রাউজান প্রতিনিধি
রাউজানে একটি পোল্ট্রিফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ হাজার মুরগি পুড়ে গেছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের দক্ষিণ পূর্ব রাউজান এলাকার মো. রাশেদের পোল্ট্রিফর্মে এ ঘটনা ঘটে।
জানা যায়, আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে পোল্ট্রিফার্মটি গড়ে তুলেন স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার মিয়ার ছেলে মো. রাশেদুল আলম (৩২)।
তিনি জানান, রাতেও সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ মানুষের চিৎকার শুনে এসে দেখি পুরো ফার্ম জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। যা নিয়ন্ত্রণেরও বাইরে চলে যায়।
স্থানীয়রা জানায়, ফার্মের দরজা খোলা অবস্থায় ছিল। কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে একাজ করতে পারে। আবার বিদ্যুতের শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার প্রতেক্ষ্যদর্শী ফজলু সওদাগর ও সাজ্জাদ জানান, বাঁশ পুড়ার শব্দ শুনে এসে দেখি ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই পুরো ফার্মটি পুড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, স্বাবলম্বী হওয়ার জন্য রাশেদ এ ফার্মটি করেছিল। তার ফার্মে অগ্নিকাণ্ডের বিষয়টি দুঃখজনক।