‘পোলাপান, বউ-বাচ্চাদের কী খাওয়াবো’

2

চট্টগ্রাম মহানগরী অটোরিকশা ও অটোটেম্পো মালিক সমিতির (১৮৩৮) এর সভাপতি হায়দার আজম চৌধুরী ও সাধারণ সম্পাদক বাবু টিটু চৌধুরী এক যুক্ত বিবৃতিতে কর্মহীন সিএনজি চালিত শ্রমিকদের পরিবার পরিজন ও সাধারণ মালিকদের রুটি রুজির বিবেচনায় মানবিক কারণে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে এই সকল মানুষ পুনরায় কোন না কোনভাবে গাদাগাদি করে কাজে যোগদান করবেন- সেখানে আমাদের গাড়িটি ব্যাক্তিকেন্দ্রিক বাহন। এখানে স্বাস্থ্যবিধি লংঘনের কোন অবকাশ নেই, তাছাড়া এই সকল পরিবহন শ্রমিক বা মালিকদের সরকারের পক্ষ থেকে এখনো কোন প্রকার সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান করা হয়নি। ফলে মানবিক কারণে সিএনজি চালিত অটো রিকশা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চালু করাই যুক্তিসংগত। নেতৃবৃন্দ বলেন, আমরা খেটে খাওয়া মানুষ আইন ও প্রশাসন বুঝি না। সিএনজি চালিত অটোরিকশা চলাচলের ব্যবস্থা করেন, কাজ না করলে পোলাপান, বউ-বাচ্চাদের কী খাওয়াবো। সরকার ঘোষিত লকডাউনে সিএনজি চালিত অটো রিকশা বন্ধ থাকায় চরম বিপর্যয়ে পড়েছেন তারা। কারণ একদিকে যেমন তাদের কোন আয় নেই, তেমনি প্রশাসনও তাদের পাশে দাঁড়ায়নি। এ খাতে জড়িত শ্রমিক ও মালিকদের মধ্যে চরম অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছেন।