পোর্ট সিটি ভার্সিটিতে বসন্ত বরণ

41

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির’ ইংরেজি বিভাগের উদ্যোগে গতকাল দুপুর ২টায় অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত বরণ উৎসব। বর্নিল এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.নুরল আনোয়ার। শিক্ষক-শিক্ষার্থীরা গান, নাচ, অভিনয় ও আবৃত্তির মাধ্যমে বরণ করে নেয় ঋতুরাজ বসন্তকে। পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ইংরেজি ও বাংলা কবিতার সাথে সঙ্গতি রেখেই অনুষ্ঠানটি সাজানো হয়। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করে তোলা এবং সুস্থ্য বিনোদন চর্চার মাধ্যম সৃষ্টির লক্ষ্যে ইংরেজি বিভাগ প্রতিবছর এই উৎসবের আয়োজন করে আসছে। এমন অনুষ্ঠান নিঃসন্দেহে ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য চর্চার প্রবল আগ্রহ সৃষ্টি করবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান এ এস এম ইফতেখারুল আজম। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির