পোর্ট সিটি ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

34

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে গতকাল বুধবার সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিবিএ, এমবিএ, ফ্যাশন ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিএসই, এমসিএসই, ইইই, ইংরেজি, আইন সহ বিভিন্ন প্রোগ্রামে মোট ৪০৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের অনুমোদন দেয়া হয়। এছাড়াও সভায় দুইটি বিভাগের ৫ জন শিক্ষকের পদোন্নতি, পঁাঁচটি বিভাগের ৯ জন শিক্ষকের চাকরি স্থায়ীকরণ, দুইটি বিভাগের নব নিযুক্ত ২ জন শিক্ষকের নিয়োগ এবং ২ জন শিক্ষকের শিক্ষা ছুটির অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, ফল-২০১৮ ট্রাইমেস্টারে মোট ২৫২ জন শিক্ষার্থীকে মুত্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, মেধাভিত্তিক, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, খেলোয়াড় ও অন্যান্য কোটায় এক কোটি এগার লক্ষ টাকার বৃত্তি সভায় অনুমোদন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম. মজিবুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, এহসানূল হক রিজন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ড. রাজিব চক্রবর্তী, ইংরেজি বিভাগের সভাপতি এএসএম ইফতেখারুল আজম প্রমুখ। বিজ্ঞপ্তি