পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মশালা

7

 

গত ১৩ অক্টোবর পোর্ট সিটি ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের উদ্যোগে বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে ডাটা বিশ্লেষণ ও উচ্চতর গবেষণা ব্যবস্থাকে উৎসাহিত করতে “Learn SPSS in Analyzing Data for Social Sciences’ Research” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও পোর্ট সিটি ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর জনাব অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী।
কর্মশালাটি পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া। ইংরেজি বিভাগের সভাপতি মু. রাশেদ খান মিলন- এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম, বিভাগীয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।