পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ বাইডেনের

0

 

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ভ্যাটিকানে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এই ধর্মগুরুর বৈঠকে মিলিত হন তিনি। বিশ্ব অর্থনীতি নিয়ে রোমে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন এবং স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলনের আগে এই বৈঠককে ব্যক্তিগত ও রাজনৈতিক সাক্ষাৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৈঠকে পোপ ফ্রান্সিসের কাছ থেকে বাইডেনের পবিত্র কমিউনিয়ন নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। বিষয়টি সংবেদনশীল। কারণ, অনেকে দাবি করেন যে, একজন ক্যাথলিক প্রেসিডেন্ট যিনি গর্ভপাত সমর্থন করেন তিনি এই হলি কমিউনিয়ন পেতে পারেন না।
রোমে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে ভিওএ-কে প্রেসিডেন্টের প্রধান সহকারী প্রেস সচিব কারিন জঁ-পিয়ের বলেন, ‘এটি খুবই ব্যক্তিগত বিষয়। তার ধর্ম তার খুব ব্যক্তিগত বিষয়। এই মুহূর্তে আমার কাছে এই বিষয়ে কোন তথ্য নেই।’