পেশাজীবীদের দাবি পূরণে সরকার আন্তরিক : বিভাগীয় কমিশনার

11

চট্টগ্রাম হোমিও চিকিৎসক পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, ও বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি ড. মোঃ আমিনুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশের সকল পেশাজীবীদের দাবিগুলির প্রতি লক্ষ্য রাখছেন। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী প্রাচীন চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথির ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী এবং আস্থা রাখেন। হোমিওপ্যাথিক কল্যাণে তার মেয়াদকালের প্রথম সময়ে তিনি হোমিওপ্যাথি বোর্ডকে জমি দান করেছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হোমিওপ্যাথির কল্যাণে বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছেন এবং হোমিওপ্যাথি আইন ২০২৩ দ্রæত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এবং জেলা উপজেলা ও প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেযার জন্য স্বাস্থ্যখাতে বরাদ্দ রেখেছেন। বিশেষ অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, দেশের হোমিওপ্যাথিক চিকিৎসার বিকাশের লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশ সরকার ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে, যার সুফল জনগণ পাচ্ছে। এই উদ্যোগগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে এলোপ্যাথিক চিকিৎসা পদ্ধতির পাশাপাশি হোমিওপ্যাথিসহ সকল বিকল্প চিকিৎসা পদ্ধতি সক্রিয় ভূমিকা প্রয়োজন। সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ দিলীপ কুমার বনিক, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ ইসরাফিল আলম মুন্সি, ডাঃ শহিদুল আলম, ডাঃ মনিরুল ইসলাম, ডঃ আব্দুল জলিল, ডাঃ এস এম ইমরান, ডাঃ শফিউর বশর, ডাঃ প্রমদ দাস, ডাঃ আনিসুর রহমান, ডাঃ রুপম রুদ্র, ডাঃ উজ্জ্বল দাস, ডাঃ আন্না রাণী প্রমুখ।