পেরেন্টস্ কেয়ার স্কুলে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

30

নগরীর সিরাজদ্দৌলা রোডস্থ পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার স্কুলের অধ্যক্ষ প্রফেসর জহরলাল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ও গুণী চিকিৎসক অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ডা. এম.এ ফজলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক জোহরা আজুন শিউলি, রেভা রাণী দাশ, এনামুল হক, আয়েশা আমান, উমা পাল, নাজনিন আকতার, কলিম উল্লাহ রাহাত, মিজানুর রহমান, এনএইচ নিরব, নিপা পোদ্দার, জাবেদ হোসেন, আনিসুল ইসলাম, আফিফা আমান আইরিন, মিনহাজ রহমান, সুম্মিতা মুহুরী, রেখা চাকমা, নাহিদা আকতার রুসা, ফাতেমা আকতার, তাসনিম আকতার, শান্তা দাশ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ডা. আবদুল করিম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে বিশ্বে যিনি ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অবদান রেখেছেন তিনি হচ্ছেন তাঁরই সুযোগ্য পুত্র ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তাঁর সুযোগ্য নেতৃত্বের প্রসংশা করেন তিনি বলেন, তাঁর কারণে বাংলাদেশ আজ বিশ্বে মাথা তুলে উন্নয়নের রোল মডেল দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে ডিজিটালাইজেশনের ছোঁয়া পড়েনি। এরই ধারাবাহিকতায় পেরেন্টস্ কেয়ার স্কুলের সকল কর্মকান্ডকে ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসা হয়েছে। বিজ্ঞপ্তি