পেরুতে ভূমিকম্পে ৭৫ বাড়ি ধ্বংস, আহত ৪

6

 

পেরুর উত্তরাঞ্চলীয় আমাজন এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৭৫টি বাড়ি ধ্বংস হলেও মৃত্যুর কোনো খবর হয়নি। রবিবারের এ ভূমিকম্পটি দেশটির মাধ্যাঞ্চলে রাজধানী লিমাতেও অনুভূত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
পেরুর সিসমোলজিক্যাল সেন্টার অব দ্য জিওফিজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি কোনদোরকাংকি প্রদেশের সান্তা মারিয়া দ্য নিয়েভা শহর থেকে ৯৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১৩১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি পেরুর পুরো মাধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলজুড়ে অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয় রেডিও ও টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, ২২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৮১টি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং ৭৫টি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সাতটি ধর্মীয় প্রতিষ্ঠান ও দুটি শপিং সেন্টার আছে। মোট চার জন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।