পেকুয়ায় সম্পত্তির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

2

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় জায়গা-জমির বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। এই ঘটনায় আহতরা হলেন নুরুল আজিজের ছেলে মো. রিদুয়ান (২৮), নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪০), ফরমান ইসলাম (২০), নুরুল আজিম (৫০), ফাতেমা বেগম (৪০), মোবারকা বেগম (৪২), মো. মনজুর (৫০) ও মো. আরিফ (৩০)। এদের মধ্যে রিদুয়ান ও মোনোয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই এলাকার আব্দুল কাদেরের সাথে হাচু মিয়ার জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এনিয়ে স্থানীয় ইউপি কার্যালয়ে অনেকবার শালিসি বৈঠকও হয়েছিলো।
গত সোমবার ঘটনার দিন বিকেলে আব্দুল কাদের গং তাদের দীর্ঘ ৫০ বছরের দখলীয় জমিতে ঘর নির্মাণ করার সময় হাচু মিয়ার নেতৃত্বে মনজুর আলম, মো. আরিফ, ফারুক, মামুন, নাজু মিয়া ও আব্দুল করিমসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো ছুরি ও কিরিচ নিয়ে ঐ জমি জবরদখল করতে হামলা চালায় বলে ঘটনায় আহতরা জানান। তারা জানান, এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় দু’পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
বিরোধীয় জমির দাবিদার আব্দুল কাদের জানান, আমাদের দখলীয় জমিতে আমরা বসতঘর নির্মাণের কাজ করছি। এ সময় প্রতিপক্ষের লোকজন এতে বাঁধা দেয়। ফলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। হাচু মিয়া ও তার ভাইয়ের ছেলেরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
অভিযুক্ত হাচু মিয়া বলেন, আমরা পরস্পর প্রতিবেশী। আমাদের কিছু অংশ জমি নিয়ে আব্দুল কাদের গং এর সাথে বিরোধ চলে আসছে। ঘটনার দিন আব্দুল কাদের গং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলে নিয়ে একটি ঘর নির্মাণ কাজ করছিল। এনিয়ে মারামারির ঘটনা ঘটে। ওই মারামারির ঘটনায় আমার পরিবারের মহিলাসহ ৪-৫ জনকে আহত করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।