পেকুয়ায় মুজিব নগর দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

3

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত হয়েছে। সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা এড কামাল হোসেন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল আকতার, প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ। বক্তারা এসময় ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান হানিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নুরুল হক সিকদার প্রমুখ।