পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

2

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহোদরসহ এক নারী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন, পেকুয়া সদরের মিয়া পাড়া এলাকার আলী হোছাইনের ছেলে জাবের হোছাইন (৪০) ও মোক্তার হোছাইন মনু (৫২)। গত ২ মে (সোমবার) বিকেল ৫ টায় পেকুয়া ব্র্যাক অফিসের দক্ষিণ পাশে জয়নাল আবেদীনের ডোর হাউসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্থাপনা নির্মাণ ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার দিন জাবের হোছাইন ইফতারের পূর্ব সময়ে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় তাদের সাথে বিরোধ থাকা প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে। হামলায় এক নারীসহ দুই সহোদর ভাই গুরুতর আহত হয়। স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর আহত জাবের হোছাইনের স্ত্রী বাদী হয়ে পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এই ঘটনায় দায়ের করা এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।