পেকুয়ায় নদীকৃত্য দিবসে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান

14

পেকুয়া প্রতিনিধি

নদী দখলকারীরা সমাজের শত্রু, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। পেকুয়ার নদী দখল নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, পেকুয়ার সকল নদী রাহুগ্রাস থেকে রক্ষা করতে হবে। দূষণ প্রতিরোধ করতে হবে। কক্সবাজারের পেকুয়ায় ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে নদী রক্ষায় করণীয় শীর্ষক গোল বৈঠকে বক্তারা এই আহŸান জানান।
গ্রিন বার্ড কনবভনশন হলে নোঙ্গর কক্সবাজার জেলা সভাপতি ড. জাকির হাওলাদারের সভাপতিত্বে ও নোঙর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী এফ এম সুমনের সঞ্চলনায় এতে নদী বিষয়ক মুল প্রবন্ধ পাঠ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায়। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইফুদ্দিন খালেদ, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, ব্যাংকার শেখ জমির উদ্দিন, মাওলানা শহীদ উল­াহ, প্রভাষক মোহাম্মদ আলম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল করিম, পেকুয়া সমবায় ঋণদান সমিতির সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, ব্যবসায়ীদের মধ্যে মিনহাজ উদ্দিন, শাহেদ ইকবাল, শাখাওয়াত হোসেন সুজন, হেলাল উদ্দিন ছিদ্দিকী, বাপার পেকুয়া প্রতিনিধি দেলোয়ার হোছাইন প্রমুখ। বক্তব্যে বক্তারা নদী রক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান। তারা বলেন, নদী দখলকারীরা সমাজের শত্রু তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। বক্তারা পেকুয়ার নদী দখল নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, আজ যে আয়োজন হয়েছে তার মাধ্যমে আমরা চাই পেকুয়ার সকল নদী দখল ও দূষণমুক্ত হোক। এতে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন এভাবে বসে থাকলে আগামীকাল নদী থাকবে কিনা আমার সন্দেহ প্রকাশ করেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইফুদ্দিন খালেদ বলেন, নদী দখলকারীরা কোন দলের হতে পারেনা বর্তমান সরকার চায় দেশের সকল নদী উদ্ধার হোক এসব আন্দোলনে তিনি সবসময় পাশে থাকবেন বলে জানান।
মূল প্রবন্ধে উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায়। বৈঠক শেষে বক্তারা পেকুয়া বাজারের পাশের দখল দূষণের শিকার কহলখালী খাল পরিদর্শন করেন।